পাট বীজের উৎপাদনে সাফল্যের নজির
পাট বীজের আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট এর দীর্ঘ প্রচেষ্টা অবশেষে সফল হতে চলেছে। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষাপাট-৮ বীজ উৎপাদন করেছেন চাষিরা। মনিরামপুরসহ আশপাশের উপজেলাতেও উন্নতজাতের পাট বীজ চাষ করে আশাতীত ফলন পেয়েছেন তারা।