প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনগণকে শোকের সময়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান নেত্রীকে হারিয়েছে। শোকের এই সময়ে সবাই যেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে এবং অস্থিতিশীলতা বা নাশকতার কোনো সুযোগ না দেয়।”
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও সম্মানিত নেত্রী ছিলেন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার দেশের জনগণকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।
প্রধান উপদেষ্টা জনগণকে শৃঙ্খলা বজায় রেখে জানাযা ও অন্যান্য শোক আনুষ্ঠানিকতা পালনের নির্দেশ দিয়েছেন। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, এবং আগামীকাল খালেদা জিয়ার নামাজে জানাযার দিনে সারাদেশে একদিনের সাধারণ ছুটি থাকবে।
তিনি শোক মুহূর্তে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, “প্রত্যেক নাগরিক যেন শোক পালনকালে দায়িত্বশীল ভূমিকা রাখে, যাতে দেশের কোনো স্থিতিশীলতা বিঘ্নিত না হয় এবং আমরা সম্মিলিতভাবে একজন মহান নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে পারি।”
প্রধান উপদেষ্টা এই শোকজনক মুহূর্তে দেশের সকল রাজনৈতিক দল, কর্মী ও নাগরিকদের একত্রিত থাকার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, “জাতির এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকা আমাদের দায়িত্ব। শোকের সময় কেউ যেন নাশকতার চেষ্টা করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।”









