চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রত্যেকটা নারীকেই বাধার পাহাড় ডিঙিয়ে এগিয়ে যেতে হয়: শিক্ষামন্ত্রী

KSRM

পর্বতে যাক বা না যাক, প্রত্যেকটা নারীকেই প্রতিনিয়ত নিজের মনের ভিতরের এবং সমাজের বাধার পাহাড় ডিঙিয়ে এগিয়ে যেতে হয়, বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এভারেস্ট আরোহন করা প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদারের মানাসলু অভিযানের পতাকা হস্তান্তর ও ওরিয়ন ট্রেক উইথ নিশাতের সংবাদ সম্মেলনে একথা বলেন শিক্ষামন্ত্রী।

Bkash

ডা. দীপু মনি বলেন, নারীদের বাধা ডিঙানোর ক্ষেত্রে এমন অভিযান অনুপ্রেরণা হয়ে থাকবে।

আয়োজনে আরও ছিলেন, অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ, ওরিয়ন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আশফাকুল আলমসহ অন্যরা।

Reneta June

এবারের আয়োজনে নিশাত মজুমদারের সাথে মানাসলু বেইজক্যাম্পে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা রায়। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে এ অভিযান।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View