চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

৮২ বছর বয়সে সাইকেল চালিয়ে ঘুরছেন দেশের নানা প্রান্তে

৮২ বছর বয়সেও বাইসাইকেলযোগে পাড়ি দিয়েছেন মাইলের পর মাইল। দেখে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন দর্শনীয় স্থান। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত এখন তোলপাড়।

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামের আবুল হোসেন শেখ।

Bkash July

একটি ছোট ক্যাপ্টেন বাইসাইকেল তার এই ব্যতিক্রমী ভ্রমণের সাক্ষী। এটি নিয়েই তিনি এ পর্যন্ত গিয়েছেন যমুনা ব্রীজ, সিরাজগঞ্জের বেলকুচিতে থাকা বাহেলা মসজিদসহ নানান দর্শনীয় স্থানে। আত্মীয়দের বাড়ি যতদূরেই হোক সাইকেলে যান তিনি। দুবার গেছেন জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়ায়।

পেশায় তিনি ছিলেন কৃষিজীবী। পরবর্তীকালে জীবিকার প্রয়োজনে চালিয়েছেন ভ্যান। এখন একটি পানের পাইকারী দোকানে এক ধরনের খড় সরবরাহ করে উপার্জিত অর্থে চলে স্ত্রী ও তার সংসার। সারাবছর যে টাকা জমান তা দিয়ে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। স্ত্রীর দাবি মেটাতে তিনি অবশ্য ইতিমধ্যে একবার নিজে ভ্যান চালিয়ে গেছেন যমুনা ব্রীজে।

Reneta June

আবুল হোসেন যাত্রা পথে রাত্রী যাপনের প্রয়োজন হলে মসজিদে আশ্রয় নেন। কোন কোন ক্ষেত্রে থাকেন আত্মীয় বাড়িতে। সর্বশেষ গত ২ জানুয়ারি তিনি সিরাজগঞ্জে গেছেন বাইসাইকেলে। বর্তমানে ৯ সন্তানের জনক আবুল হোসেন। ৪ ছেলের প্রত্যেকের পৃথক সংসার। ৫ মেয়ের সবার বিয়ে হয়ে গেছে।

আবুল হোসেনের এই ব্যতিক্রমী সাইকেল ভ্রমণে খুশি এলাকার মানুষ। এমনকি তার পরিবার। আবুল হোসেনের শেষ ইচ্ছে হজ্ব পালন করা। কিন্তু বয়সসহ নানা কারণে বাইসাইকেলে যাওয়াটাকে অসম্ভব মনে করেন। তিনি এ ব্যাপারে সরকারেরর সহায়তা চান।

Labaid
BSH
Bellow Post-Green View