চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কোয়ার্টারে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে সেভিয়া

ইউরোপা লিগ

হয়ে গেল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। শিরোপার দৌড়ে সেরা আটে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস। আগামী ১৪ এপ্রিল মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল।

শুক্রবার ইউরোপা লিগের ড্র অুনষ্ঠিত হয়। সেখানে প্রতিপক্ষ দলগুলো ও ম্যাচের তারিখ জানায় উয়েফা।

Bkash July

শেষ আটে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া। আর ইতালি জায়ান্ট জুভেন্টাসের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি। ইতালির রোমার প্রতিপক্ষ ডাচ ক্লাব ফিওনোর্ড। এছাড়া জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে লড়বে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেইন্ট-গিলোসি।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা হবে আগামী ১৪ এপ্রিল। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। দুই লেগেই একইদিন সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

Reneta June

এক নজরে কে কার প্রতিপক্ষ

ম্যানচেস্টার ইউনাইটেড-সেভিয়া
জুভেন্টাস-স্পোর্টিং সিপি
রোমা-ফিওনোর্ড
বেয়ার লেভারকুসেন-ইউনিয়ন সেইন্ট গিলোসি

Labaid
BSH
Bellow Post-Green View