চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আক্রমণাত্মক’ আয়ারল্যান্ডের বিপক্ষে জয় সহজ ছিল না

ইউরো বাছাইপর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছিল ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ফরাসিদের। কষ্টার্জিত জয়ের পর কোচ দিদিয়ের দেশমও স্বীকার করলেন, আইরিশদের ‘আক্রমণাত্মক’ খেলার কথা।

ডাবলিনের অভিভা স্টেডিয়ামে সোমবার রাতে আইরিশদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ফ্রান্স। জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড। জালের দেখা পাননি কাতার বিশ্বকাপ থেকে দুর্দান্ত ছন্দে থাকা তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে।

Bkash July

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৮তম দল আয়ারল্যান্ড। অন্যদিকে কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স তৃতীয় অবস্থানে রয়েছে।

আইরিশদের পোস্টে শট রাখতে না পারাটা এমবাপেদের জন্য কিছুটা হতাশার। দিদিয়ের দেশমের দল যে প্রতিপক্ষের শৃঙ্খলাবদ্ধ খেলার সঙ্গে পেরে ওঠেনি, তা মাঠেই ফুটে উঠেছে।

Reneta June

এমন বাস্তবতায় ৫৪ বর্ষী দেশম বলেন, ‘আক্রমণাত্মক একটি দলের বিপক্ষে এমন জয় কখনোই সহজ না। আমরা তাদের থেকে এগিয়ে থাকলেও ঘরের মাঠে তারা দুর্দান্ত। আমরাও প্রস্তুত ছিলাম। যদিও আজকের ম্যাচটি আগেরটির মতো ভালো ছিল না। তবে আমাদের দুটো খেলাই ভালো হয়েছে। এটা ভিন্ন প্রতিপক্ষ হলেও দিন শেষে ছয় পয়েন্ট দলের জন্য গুরুত্বপূর্ণ। স্কোয়াডকে অভিনন্দন।’

এই জয়ের ফলে ইউরো বাছাইপর্বের গ্রুপ ‘বি’তে টানা দুই জয়ে টেবিলের শীর্ষে আছে দিদিয়ের দেশমের দল। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রিস টেবিলের দুইয়ে। দুই ম্যাচে সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচেই হেরে চারে আয়ারল্যান্ড। জিব্রাল্টার ২ ম্যাচে কোন পয়েন্ট না পেয়ে তলানিতে।

Labaid
BSH
Bellow Post-Green View