এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউরোতে জয়ে শুরু করেছে হট-ফেভারিট ইংল্যান্ড। জুড বেলিংহামের একমাত্র গোলে সার্বিয়ার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে মাঠ ছেড়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
রোববার রাতে জার্মানিতে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল দুদল। ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। বুকায়ো সাকার বাড়ানো বলে গোল আনেন বেলিংহাম। ম্যাচের বাকি সময়ে সেই লিড ধরে রেখে জয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
আসরে গ্রুপ জি-তে আছে ইংল্যান্ড। সার্বিয়ার সঙ্গে তাদের অন্য দুই গ্রুপ সঙ্গী ডেনমার্ক ও স্লোভেনিয়া, নিজেদের প্রথম ম্যাচে দল দুটি ১-১ গোলে ড্র করেছে।








