
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন: চীনের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশ থেকে পণ্য নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গার্মেন্টস ছাড়াও অন্য খাতে উন্নয়নের পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এজন্য তারা বাংলাদেশকে গার্মেন্টস ছাড়াও অন্য খাত উন্নয়নের পরামর্শ দিয়েছে।
বুধবার ১৫ নভেম্বর বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করে এই পরামর্শ দেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আশাবাদ জানায়, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠন হবে।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ইইউ প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের শ্রম ও মানবাধিকার উভয়ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়ে গেছে। নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক চুক্তি মেনে চলা প্রয়োজন। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা রক্ষা করা এবং সুশীল সমাজের কার্যক্রম পরিচালনার সহায়ক পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে প্রতিনিধি দল।
বিজ্ঞাপন