পাকিস্তানের জনপ্রিয় সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে নির্মিত হয়েছে ‘এটা আমাদেরই গল্প’। প্রচারের পর সিরিয়ালটি ইতোমধ্যে ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। প্রতি এপিসোড রিলিজের সপ্তাহ না যেতেই কোটির উপর ভিউ হচ্ছে ইউটিউবে।
বাংলাদেশের পাশাপাশি সিরিয়ালটি পাকিস্তানের দর্শকদেরও নজরেও এসেছে। ‘এটা আমাদেরই গল্প’ প্রচারের পর প্রতি এপিসোডে ইউটিউবের কমেন্ট বক্সে পাকিস্তানী দর্শকদের মন্তব্য দেখা যায়। কমেন্ট বক্সে তারা, লাভ ফ্রম পাকিস্তানী কিংবা তাদের অনুপ্রাণিত সিরিয়ালের কথা লেখেন।
মজার ব্যাপার হচ্ছে, যে সিরিয়াল থেকে অনুপ্রাণিত সেই ‘কাভি মে কাভি তুম’র গুরুত্বপূর্ণ চরিত্র ফাহাদ মুস্তাফার নজরেও এসেছে ‘এটা আমাদেরই গল্প’। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় এই অভিনেতা দুটি সিরিয়ালের কোলাজ করা একটি রিলস তার ইন্সটাগ্রামের স্টোরি-তে দিয়েছে।
‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে হানিয়া আমিরের বিপরীতে ফাহাদ মুস্তাফা যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রে সামির হিসেবে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং হানিয়ার চরিত্রটি মেহরিন হিসেবে অভিনয় করছেন কেয়া পায়েল।
এটা আমাদেরই গল্প নিয়ে দর্শকদের তুমুল আগ্রহের কারণে ইতোমধ্যে বাসার এবং কেয়া পায়েল দুজনেই জুটি হিসেবে নজর কেড়েছেন।
কেউ কেউ মনে করছেন, এর মাধ্যমে ‘এটা আমাদেরই গল্প’ আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এবং এটি জনপ্রিয়তার একটি বড় স্বীকৃতি। এটি বাংলাদেশের জনপ্রিয় সিরিয়ালের জন্য একটি ভালো দৃষ্টান্তও।
এদিকে, সিরিয়ালটির পর্ব যত এগোচ্ছে, দর্শকও যেন ততটাই বাড়ছে। ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নাটকটির ভিউ সংখ্যা দ্রুত বাড়ছে, যা প্রমাণ করে এই গল্প আসলে সবারই পরিবার ও আশপাশের চিরচেনা গল্প।
‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।
সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।







