চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ম্যানসিটির মৌসুমে কারা চ্যাম্পিয়ন্স লিগে, কাদের হল অবনমন

KSRM

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শেষপর্যন্ত তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উল্লাস সারে ম্যানচেস্টার সিটি। সিটির সঙ্গে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে যে তিন দল অংশ নেবে, সেটিও নির্ধারণ হয়েছে আগেই। মৌসুমের শেষদিকে উত্তেজনা ও হিসাব-নিকাশের তেমন কোনো প্রয়োজন হয়নি। অবনমন হয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন লেস্টার সিটি ও লিডস ইউনাইটেড।

শিরোপা জয়ের পর নিজেদের শেষ ম্যাচে জয় পায়নি ম্যানসিটি। ইপিএলে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা ব্রেন্টফোর্ডের কাছে ১-০ গোলে হেরেছে। ম্যাচে অবশ্য গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ডকে মাঠেই নামাননি কোচ পেপ গার্দিওলা। টানা ১৬ ম্যাচ পর হারের মুখ দেখা সিটি সবশেষ গত ফেব্রুয়ারিতে টটেনহ্যামের বিপক্ষে হেরেছিল।

Bkash July

মৌসুমের বেশিরভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল লিগ টাইটেল জিততে না পারলেও আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। ছয় মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে গানারবাহিনী। ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে মিকেল আর্তেতার দল।

ফুলহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বকাপ বিরতির আগে অধারাবাহিক দলটি শেষ পর্যন্ত আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি রেড ডেভিল দলটি।

Reneta June

সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা চতুর্থ দল নিউক্যাসল ইউনাইটেড। শেষ ম্যাচে তারা ১-১ গোলে চেলসির সঙ্গে ড্র করেছে। প্রিমিয়ার লিগে জায়ান্ট দলের মধ্যে ১৯৯৩-৯৪ মৌসুমের পর নিজেদের সর্বনিম্ন ১২তম স্থানে থেকে লিগ শেষ করেছে চেলসি।

সাউদাম্পটনের অবনমন নিশ্চিত হয়েছে আগেই। লিভারপুলের সঙ্গে শেষ ম্যাচে ৪-৪ গোলে ড্র করে তারা এবারের আসর শেষ করেছে। ৬৭ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে আসর শেষ করেছে লিভারপুল। পাঁচ পয়েন্ট কম নিয়ে ইউরোপা লিগে অলরেডদের সঙ্গী হয়েছে ব্রাইটন। টেবিলের সাতের অ্যাস্টন ভিলা খেলবে ইউরোপা কনফারেন্স লিগের কোয়লিফিকেশনে।

এভারটনের জন্য শঙ্কার ছিল শেষ ম্যাচটি। ৭২ মৌসুম পর অবনমনের যে শঙ্কা দেখা দিয়েছিল, সেটি কাটিয়ে বোর্নমাউথের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ৮ জয় ও ১২ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থেকে টিকে রইল ৯ বারের সাবেক চ্যাম্পিয়ন ক্লাবটি।

২০১৫-১৬ মৌসুমের ইপিএল চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবনমন অবশ্য অনেকটা নির্ভর করছিল এভারটনের হারের উপর। একইসঙ্গে শেষ ম্যাচে তাদের জয় প্রয়োজন ছিল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ গোলে জিতেও অবনমন ঠেকাতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা, ব্ল্যাকবার্ন রোভার্সের পর প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে দ্বিতীয় বিভাগে নেমে গেছে লেস্টার।

এদিকে, লিডস ইউনাইটেড নিজেদের কাজটা ঠিকঠাক শেষ করতে পারেনি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ঘরের মাঠে ৪-১ গোলে হেরেছে। প্রিমিয়ার লিগে ২০২২-২৩ আসরে পয়েন্ট টেবিলের শেষ তিন দল হিসেবে মৌসুম শেষ করেছে লেস্টার সিটি, লিডস ইউনাইটেড ও সাউদাম্পটন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View