চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইপিএল: ম্যানসিটিকে হারিয়ে তিনে ইউনাইটেড

KSRM

সাউদাম্পটনের কাছে হারের পর ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, এভাবে খেললে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পাত্তাই পাবো না। শেষ পর্যন্ত তার আশঙ্কাটাই হয়েছে সত্যি। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে মানতে হয়েছে ২-১ গোলের হার। ঘরের মাঠে জয় তুলে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রেড ডেভিলরা।

১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে এখন ইউনাইটেড। সমান খেলায় এক পয়েন্ট এগিয়ে থাকা ম্যানসিটি দ্বিতীয় স্থানেই রয়েছে। শীর্ষে থাকা আর্সেনাল এক ম্যাচ কম খেলে পেয়েছে ৪৪ পয়েন্ট।

Bkash July

শনিবার ওল্ড ট্রাফোর্ডে হওয়া ম্যাচের ৩০ শতাংশ সময় ম্যান ইউনাইটেডের দখলে ছিল বল। যদিও একের পর এক দারুণ আক্রমণ করলেও জালের দেখা পাওয়ায় গোলশূন্য ছিল প্রথমার্ধ।

৬০ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে বল নিয়ে গোলমুখে থাকা জ্যাক গ্রিলিশ হেডে লক্ষ্যভেদ করে সিটিকে এগিয়ে দেন।

Reneta June

এরপর ৭৮ মিনিটের মাথায় কাসেমিরোর বাড়ানো বল পেয়ে ডান পায়ের দূরপাল্লার শটে ব্রুনো ফের্নান্দেস বল জালে পাঠান। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান।

চার মিনিট পর আলেজান্দ্রো গার্নাচোর পাসে বল পেয়ে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কাস র‍্যাশফোর্ড।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View