লম্বা সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি। এরমধ্যে চোটজনিত সমস্যা লেগেই আছে। নতুন করে চোটে পড়েছেন রুবেন ডিয়াস। কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন পর্তুগিজ ডিফেন্ডার, জানাচ্ছেন কোচ পেপ গার্দিওলা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘সে (ডিয়াস) দীর্ঘসময় ধরে দলের বাইরে থাকবে। পেশীর চোটের কারণে তিন বা চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ইউনাইটেডের বিপক্ষে ৭৫ মিনিটে অসস্তি অনুভব করেছিল।’
চোটজনিত কারণে নভেম্বরে পাঁচ ম্যাচের কোনটিতে খেলা হয়নি ডিয়াসের। ডিসেম্বরের শুরুতে দলে ফিরলেও ইউনাইটেডের বিপক্ষে আবারও চোটে পড়েন।
গোলরক্ষক এডেরসনের ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। গার্দিওলা বলছেন, ‘দীর্ঘদিনের জন্য ছিটকে গেছে রুবেন। এডেরসনের ব্যাপারে আমি জানি না, তাকে এই ম্যাচে পাওয়া যাবে কিনা।’
এরমধ্যে চোটে পড়ে আছেন অস্কার বব, নাথান আকে, ম্যানুয়েল আকাঞ্জি ও রদ্রি। জেরেমি ডকু, জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেন ও জন স্টোন্সও এ মৌসুমে অধিকাংশ সময় মাঠের বাইরে।
সব প্রতিযোগিতা মিলেয়ে সবশেষ ১১ ম্যাচে সিটির জয় কেবল একটিতে, হেরেছে ৮ ম্যাচে।








