এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লেস্টার সিটির বিপক্ষে দারুণ এক জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে জালের দেখা পান জ্যাক গ্রিলিশ ও ওমর মারমাউশ। ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশ গোলটি উৎসর্গ করেছেন ভাইকে। ভাইয়ের ২৫তম মৃত্যুবার্ষিকীতে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগে ২-০তে জিতেছে ম্যানসিটি। ২০২৩ সালের ডিসেম্বরের পর প্রিমিয়ার লিগে প্রথম গোল করলেন ২৯ বর্ষী মিডফিল্ডার গ্রিলিশ।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রিলিশ লিখেছেন, ‘সবসময় তুমি আমার সঙ্গেই আছো, বিশেষ করে এই দিনটিতে। এটা তোমার জন্য ছিল, কিলান।’
গ্রিলিশের ভাই কিলান মারা যান ৯ মাস বয়সে। যখন জ্যাকের বয়স ছিল ৪ বছর। এই পোস্টের আগে সিটির কোচ পেপ গার্দিওলাও জানতেন না ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে খেলতে নেমেছেন গ্রিলিশ।
স্পেনিয়ার্ড কোচ পরে বলেছেন, ‘জ্যাক একজন অবিশ্বাস্য মানুষ। আমি (বার্ষিকী সম্পর্কে) জানতাম না। মা-বাবা, তার বোন এবং পরিবারের সবার জন্য এটা কতটা কঠিন হতে পারে তা কল্পনাও করতে পারি না। এটা ভালো যে এই দিনটি সে মনে রাখে। আমি নিশ্চিত যে তারা প্রতিদিনই মনে রাখে।’
এদিকে শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে গেছে গার্দিওলার দল। শীর্ষ চারে থেকে লিগ শেষ করাই মূল লক্ষ্য তাদের। পথে আপাতত একটু এগিয়ে গেল দলটি, ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।








