এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মাঠে লড়াইয়ে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার দলের। শুধু জয় নয়, কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে আর্লিং হালান্ডদের। সবশেষ নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে চোটজনিত শঙ্কা নিয়ে মাঠ ছেড়েছেন দলের অন্যতম সেরা তারকা হালান্ড। রিয়াল ম্যাচ সামনে রেখে তার চোটে শঙ্কিত গার্দিওলা।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-০তে জিতেছে সিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে স্পষ্ট অস্বস্তিতে পড়েন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডানহাঁটুতে আঘাত পান হালান্ড। কিছুক্ষণ চিকিৎসার পর মাঠও ছাড়েন ২৫ বর্ষী নরওয়ে তারকা। সেসময়ই গার্দিওলা পেয়েছিলেন চোটের ভয়। ম্যাচের পর অবশ্য জানান, হালান্ডকে নিয়ে খারাপ কোনো খবর আসেনি ফিজিওর কাছ থেকে।
স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘যখন সে মাঠ ছেড়ে আসছিল, তখন সবাই ভয় পেয়েছিলেন। কিন্তু সে হাসিমুখে চলে গেল এবং ডাক্তার আমাকে কোনো খারাপ খবর দেননি, তাই আশা করি সে ভালো আছে। হয়ত চোট অতটা খারাপ না যতটা হতে পারত।’
বুধবার প্লে-অফে ফিরতি লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লড়বে ম্যানসিটি। রাউন্ড অব সিক্সটিনে যেতে হলে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।








