কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ আসেন চেলসিতে। ইপিএলে দারুণ মৌসুম কাটানোর পর তার উপর চোখ পড়েছে রিয়াল মাদ্রিদের। বিশ্বজয়ীকে আপাতত ছাড়তে চায় না চেলসি।
লস ব্লাঙ্কোসরা একবছর আগে টনি ক্রুসকে ছেড়েছে। সম্প্রতি ক্রোয়েশিয়ান লুকা মদ্রিচ রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ক্লাবটি চাইছে তাদের মধ্যমাঠ ঠিকঠাক করতে। এজন্যই বিশ্বজয়ীর উপর চোখ রেখেছে রিয়াল।
চেলসির কোচ এনজো মারেসকা ফের্নান্দেজ সম্পর্কে বলেছেন, ‘হ্যাঁ। এনজো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে আমাদের একজন অধিনায়ক, আমাদের দলনেতা।’
‘এ মৌসুম খুব ভালো কেটেছে তার এবং প্রথমদিন থেকেই সে পরের মৌসুমে আরও ভালো হতে পারে। গুজব নিয়ে আমার কিছু বলার নেই, তার মনোযোগ আমাদের উপর এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
২০২৩ সালে ১০৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন ফের্নান্দেজ। আগে পর্তুগালের ক্লাব বেনফিকাতে খেলতেন ২৪ বর্ষী তারকা।








