চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তারা এলেন আর গেলেন

KSRM

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিনশ পেরোনো লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। বাঁহাতি পেস-অলরাউন্ডার স্যাম কারেনের তোপে দাঁড়াতেই পারেননি তিন টপঅর্ডার লিটন, শান্ত ও মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। তামিম ২৩ ও সাকিব ১৩ রানে ব্যাট করছেন। ৪৭ বলে ৩৫ রানের জুটি তাদের।

Bkash July

শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন কোন রান যোগ করার আগেই কারেনের বলে রয়ের ক্যাচ হন ওপেনার লিটন দাস, গোল্ডেন ডাক! পরের বলেই কিপারের গ্লাভসে জমা হন আরেক গোল্ডেন ডাক গত ম্যাচে অর্ধশত করা নাজমুল হোসেন শান্ত।

চারে নামা মুশফিকুর রহিম ৫ বল খেলে ৪ রান করে সেই কারেনের বলেই আউট হন।

Reneta June

এরআগে ওপেনার জেসন রয়ের সেঞ্চুরি (১৩২), জস বাটলারের ৭৬, মঈন আলি ৪২ ও স্যাম কারেনের ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ৩২৬ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। তাসকিন আহমেদ ৬৬ রানে ৩ উইকেট নেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View