চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কর্মীরা ৩০ মাসের বেতন বোনাস পাচ্ছে

KSRM

তাইওয়ানের শিপিং কোম্পানিগুলো বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও তাদের কর্মীদের বছরের মাঝামাঝি সময়ে এসে বিশাল অংকের বোনাস হস্তান্তর করছে। কর্মীদের বোনাস হিসেবে দেওয়া হচ্ছে ৩০ মাসের বেতন। 

এনডিটিভি জানায়, ইয়াং মিং মেরিন ট্রান্সপোর্ট শিপিং কোম্পানিটি তাদের কর্মীদের বোনাস হিসেবে ৩০ মাসের বেতন প্রদান করবে। গত সপ্তাহেই কোম্পানিটির  শেয়ারহোল্ডাররা ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের বোনাস প্রদান করতে অনুমোদন দিয়েছে।

Bkash July

এর আগে, সংস্থাটি তার কর্মীদের ২০২৩ সালের শুরুতে ১২ মাসের বেতন বোনাস হিসেবে প্রদান করেছিল।

ইয়াং মিং এর পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির নিয়ম অনুযায়ী শিপিং ফার্মকে অবশ্যই তার আগের বছরের লাভের ১ শতাংশ কর্মীদের মধ্যে বিতরণ করতে হবে। প্রত্যেক কর্মী কোম্পানির বিবেচনার ভিত্তিতে এই বোনাস পাবেন যা সর্বোচ্চ ৩০ মাস পর্যন্ত হতে পারে।

Reneta June

এছাড়াও এভারগ্রিন মেরিন নামের আরেকটি সংস্থা তাদের ৩১০০ কর্মীকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা প্রায় ১২ মাসের বেতনের সমতুল্য।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View