নজিরবিহীন ঘটনায় শেষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
সাংবাদিক ও পুলিশের ওপর হামলাসহ সংঘর্ষের নজিরবিহীন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। দ্বিতীয় দিনেও দু’পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দু’পক্ষকেই ভূমিকা রাখতে বলেছেন প্রধান বিচারপতি। বুধবার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা।