
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন সবসময় অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিশ্বাসী। গণতন্ত্রকে যদি উৎকর্ষ করতে হয়, প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
আজ (৭ জুন) রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সকল প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের প্রত্যাশা একটাই- ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবে এবং ভোটাধিকার প্রয়োগ করবে। সেখানে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ভোটগ্রহণ সিসি ক্যামেরার আওতায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান ও জেলা প্রশাসক শামীম আহমেদ বক্তব্য রাখেন।