চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাতে এল ক্ল্যাসিকো মহারণ

স্প্যানিশ লা-লিগায় বছরের তৃতীয় এল ক্ল্যাসিকোতে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ক্যাম্প ন্যু’তে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে ইনজুরি থেকে দলে ফেরার সম্ভাবনা রয়েছে কাতালান তারকা রবার্ট লেভান্ডোভস্কির।

লা-লিগায় ১৮৫ বারের দেখায় ৭৭ বারের জয় রয়েছে রিয়ালের, ৭৩ বার জিতেছে বার্সা এবং ড্র রয়েছে ৩৫ টি’তে। স্প্যানিশ কোপা ডেল রে’তে শেষবার প্রতিদ্বন্দ্বিতা করে দু’দল, যেখানে ১-০ গোলে জিতেছিলো কাতালান ক্লাব।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রিয়াল মাদ্রিদের ইনজুরির শঙ্কা না থাকলেও ইনজুরির কারণে বার্সার একাদশে পেদ্রি এবং উসমান দেম্বেলেকে পাচ্ছেন না কোচ জাভি।

২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা, সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।