চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে সবচেয়ে বেশি দেখছে ‘বিদেশ’, প্রশংসিত সব মহলে

ভাগ্য বদলে একটু বেশি ভালো থাকার আশায় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ পশ্চিমা দেশে অবৈধ পথে পাড়ি দেয়ার চেষ্টা করে। এ নিয়ে বহু মর্মান্তিক খবর প্রায়ই দেশী-বিদেশি মিডিয়ায় উঠে আসে। ঠিক এই সংকট ও ভয়াবহ গল্প নাটকে তুলে সাড়া ফেলে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

টারজান ভিসা নিয়ে পানিপথে ড্রামে চড়ে বিদেশ যাওয়ার গল্প নিয়ে ‘বিদেশ’ বানিয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা অমি। ঈদের দ্বিতীয়দিন নাটকটি ইউটিউবে প্রচার হয়। উন্মুক্তের কয়েক ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করে। ২৪ ঘণ্টার মধ্যে দেখে ফেলে প্রায় ৫০ লাখ দর্শক, যা বিস্ময়কর!

মুক্তির পাঁচদিন পার হলেও এখনও ইউটিউব ট্রেন্ডিংয়ে ‘এক নাম্বার’ অবস্থানে থেকে ৮২ লাখের বেশি ভিউ হয়েছে পলাশ, মিশু সাব্বির, শিমুল, জীবন, পাভেল, পারসা ইভানা, লামিমা, জিসানদের অভিনীত এই নাটক। অবৈধপথে যারা বিদেশ যেতে চায়, ৮০ মিনিটের এই নাটকটি তাদের জন্য শিক্ষণীয় একটি রেড সিগন্যাল।

অমির ‘বিদেশ’ দেখে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব ও যুক্তরাষ্ট্র প্রবাসী আশরাফুল আলম খোকন।

তিনি মন্তব্যে লেখেন, অমির কাজগুলো তরুণ প্রজন্ম অনুসরণ করে। যারা ভুল পথে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য এই নাটক হেল্পফুল হবে।

বিদেশ নাটকের পোস্টার শেয়ার করে আশরাফুল আলম খোকন লিখেছেন, নগর মহানগর নিয়ে সবাই যখন ব্যস্ত আমি তখন ‘বিদেশ’ নিয়ে মুগ্ধ। এই বিদেশ সেই বিদেশ যার লোভে পড়ে “একটি প্রজন্ম” সবকিছু শেষ করে দেয়। কেউ বৈধভাবে এলেও টিকে থাকার সংগ্রাম অনেক কষ্টের।

”আর লাখ লাখ টাকা দালালকে দিয়ে, অবৈধ পথে যারা আসেন, তাদের পরিণতি হয় খুব ভয়াবহ, ব্যতিক্রমও থাকে। আর অবৈধ পথকে বেছে নিয়ে কত মানুষ যে সর্বস্ব হারা হচ্ছে, জীবন বিলিয়ে দিচ্ছে তা কাজল আরেফিন অমি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ‘বিদেশ’ নাটকে।”

”বিদেশের লোভে ফেলে শরাফ আহমেড জীবনের মত যারা অনৈতিকভাবে লাভবান হচ্ছে, তাদের নিয়তি কত ভয়াবহ হয়, তাও সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন অমি। তিনি যে সত্যিকারের গুণী নির্মাতা এর সাক্ষর এই নাটকেও রেখেছেন। অন্তত, এই নাটক দেখলে দেশ ও সমাজ উপকৃত হবে।”

এই পোস্টটিতে পরিচালক অমি কৃতজ্ঞতা জানিয়ে মন্তব্যে লিখেছেন, এই পোস্টটি থেকে আমি অনুপ্রাণিত হলাম এবং কাজের স্পিড আরও বেড়ে গেল।

পরিচালক অমি মনে করেন, ‘বিদেশ’র গল্পের প্লটটি দর্শকদের কানেক্ট করতে পেরেছে তাই এত দর্শক দেখছে। এতে তার ও পুরো টিমের কষ্ট স্বার্থক।

শুধু ঈদ নয়, বছরজুড়ে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির কাজগুলো আলোচনায় থাকে। বিশেষ করে দর্শক বিনোদিত হয়। তিনি বলেন, একটি কাজ জনপ্রিয় হয়ে উঠতে শুধুমাত্র সাধারণ মানুষের ভালোবাসা প্রয়োজন। কোন উচ্চমার্গীয় রিভিউ পেজ, কলিগ বা ব্যক্তিবর্গের মন্তব্য না হলেও চলে। সেটা দর্শক আপনারা আবার প্রমাণ করলেন। আপনার ইতিবাচক সাপোর্ট এবং উৎসাহ ছাড়া এই কাজগুলো করা সম্ভব হতো না।
আকবর হায়দার মুন্নার প্রযোজনায় ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘বিদেশ’। নাটকের ভিউ নিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করেন। তাদের উদ্দেশে অমি বলেন, ভিউ বিদ্বেষী কলিগদের বলছি আপনার কোন নাটক বা গান যদি ১ দিনে ৫০ লাখের বেশি মানুষ দেখে তাহলে কি আপনি খুব কষ্ট পাবেন? নাকি আত্মতৃপ্তি পাবেন? আমি ভিউ দিয়ে কাজের মানদণ্ড বিচার করছি না। আমি বলছি দর্শক কাজ দেখলে খুব ভালো লাগে, শান্তি লাগে, তৃপ্তি পাই। আমি ভালোবাসি আমার দর্শকদের, তারা যতদিন আমাকে ভালোবাসা দিবে ততদিন আমি তাদের জন্য কাজ করে যাবো, আরও কষ্ট করবো ভালো কাজ করার জন্য।”