
ঈদ আয়োজনে টেলিভিশন কিংবা ইউটিউব চ্যানেলের পাশাপাশি বর্তমানে দেশীয় ওটিটি প্লাটফর্মগুলোও নতুন কন্টেন্ট দিয়ে চমক দেখাচ্ছে। ঈদুল ফিতরে দেশীয় ওটিটি প্লাটফর্মে অরিজিনাল কন্টেন্টের পাশাপাশি বেশ কয়েকটি নতুন সিনেমাও স্ট্রিমিং হয়েছে। যেগুলো আছে আলোচনায়।
এরমধ্যে ঈদ উপলক্ষ্যে সবচেয়ে আলোচনায় ওয়েব সিরিজ ‘মাই শেলফ অ্যালেন স্বপন’। এছাড়া দেশের সবচেয়ে সমৃদ্ধ ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনও চমক দেখিয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র মতো আলোচিত সিনেমা স্ট্রিমিং করে!
আইস্ক্রিন
ঈদে বেশকিছু নতুন কন্টেন্ট স্ট্রিমিং হয়েছে এই প্লাটফর্মে। এরমধ্যে আছে তিনটি নতুন সিনেমা। মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছাড়াও এই প্লাটফর্মে দর্শক দেখতে পারছেন ‘পায়ের ছাপ’ ও ‘মায়া- দ্য লস্ট মাদার’ নামের আরও দুটি সিনেমা। এছাড়াও এই প্লাটফর্মে আছে ঈদের জন্য নির্মিত হাল সময়ের তারকা নির্মাতা ভিকি জাহেদের নাটক ‘শব্দপ্রেম’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ফারিণ।
চরকি
ক্রাইম থ্রিলার জনরার সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পেয়েছে ঈদের আগের দিন। এরপর থেকেই আলোচনায় ওয়েব সিরিজটি। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সেই সঙ্গে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, ফরহাদ লিমন, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে।
বঙ্গ
এই প্লাটফর্মের আলোচিত কন্টেন্ট ‘হোটেল রিল্যাক্স’। বলা হচ্ছে, কাজল আরেফিন অমি পরিচালিত এই ওয়েব সিরিজটি বঙ্গের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। তারকাবহুল এই সিরিজটি এখন তুমুল আলোচনায়। বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান জানান, ২৪ এপ্রিল অ্যাপে মুক্তির পর হাজার হাজার দর্শক একসঙ্গে সিরিজটি দেখার চেষ্টা করেন। এ কারণে টেকনিক্যাল সমস্যায় পড়তে হয়েছিলো। সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বিনজে
দেশীয় প্লাটফর্ম বিনজে এই ঈদে স্ট্রিমিং হয়েছে নতুন ছবি ‘মেইড ইন চিটাগং’। ইমরাউল রাফাত পরিচালিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। ২০ এপ্রিল এখানে স্ট্রিমিং হওয়ার পর ৭ দিনে বিনজের অরিজিনাল, লাইভ টিভি মিলিয়ে ৭ লক্ষ ব্যবহারকারী বিনজেতে স্ট্রিম করেছেন তাদের পছন্দের কনটেন্ট। এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন