চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি আরবের সাথে মিল রেখে কয়েক জেলায় ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এসময় বিভিন্ন জায়গায় ঈদের জামাতসহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।

দিনাজপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন পাঁচটি উপজেলার প্রায় দুই হাজার পরিবার। ঈদ উদযাপনে আজ সকাল ৮টায় শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদের প্রধান নামায অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বিরল ফ্যামিলি কেয়ার ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

এই নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। জামাতে নারীদের পৃথক নামাজের ব্যবস্থা করা হয়।

দিনাজপুরে ঈদুল ফিতর উদযাপন কমিটির সভাপতি মোকবুল হোসেন জানান, এবার জেলার ৫টি উপজেলায় প্রায় ১০ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টার, সদরের নিউটাউন, ফুলতলা, কাচারীর পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে।

এছাড়াও চিরিরবন্দর উপজলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

জামালপুর
সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। সকাল ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টার বাড়ি জামে মসজিদ ঈদগাঁ মাঠে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

সৌদির সঙ্গে মিল রেখে দেড় যুগ ধরে তারা ঈদ উদযাপন করে আসছেন।

সাতক্ষীরা
সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরা বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৬৫-৭০ জন মুসুল্লি।

এবছর জেলার কমপক্ষে ১০টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আয়োজন করা হয়। সদরের বাউকোলা, ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া, খলিলনগরসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা নামাজ আদায় করেছে ।

নোয়াখালী
নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৫টি মসজিদের মুসল্লিরা।

সকাল ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাজলিপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর, হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদ ও পশ্চিম সাহাপুর মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ১৫০-২০০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২০জন মুসল্লি, পশ্চিম সাহাপুর জামে মসজিদে ১৫-২০ জন, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ২০০-৩০০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের শশীনারা গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। উপজেলার শশীনাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশেগুলোর সঙ্গে মিল রেখে প্রায় ১০ বছর যাবত ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুটি ঈদ উদযাপন করে আসছে।

বরিশাল
বরিশাল জেলার ৬টি উপজেলার বিভিন্ন গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর পালন হচ্ছে। জেলার বিভিন্ন গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি গ্রামের প্রায় ২ হাজার অনুসারীসহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, মহানগরীসহ সদর উপজেলার প্রায় ৫ হাজার অনুসারী প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছে।

বরিশাল মগানগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী
সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে আজ আগাম ঈদ উদযাপন করছেন অসুসারীরা।

জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদ ও কলাপাড়ার উত্তর নিশান বাড়িয়া শাহ্ সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয়।