ঈদের চতুর্থ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়
প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ের পর্দায় যা যা থাকছে
সিনেমা: এদিন সকাল ১০টা ১৫মিনিটে দেখা যাবে ‘হডসনের বন্দুক’। পরিচালনায় প্রশান্ত অধিকারী। অভিনয়ে লুৎফুর রহমান জর্জ, মৌসুমী হামিদ প্রমুখ।
টেলিছবি: টেলিফিল্ম ‘ফিমেল ৩’। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল প্রমুখ। দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

বিকেল সাড়ে ৪টায় দেখানো হবে টেলিফিল্ম ‘মিশন জ্যাকপট’। রচনা ফাহরিয়ান চৌধুরী তন্ময়। পরিচালনায় সকাল আহমেদ। অভিনয়ে ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি প্রমুখ।
নাটক: মিজানুর রহমানের রচনায় নাটক ‘তরুলতার বিয়ে’। পরিচালনায় আলমগীর সাগর। অভিনয়ে সালমান মুক্তাদির, রুকাইয়া জাহান চমক, মিলি বাশার, জিনাত রেহানা প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে।
নাটক ‘রবিন ভাই’। রচনা ও পরিচালনায় মুরসালিন শুভ। অভিনয়ে অপূর্ব, সাফা কবির, রিয়াদ, মিলি বাশার প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
বিজ্ঞাপন