এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু লোকজন বেপরোয়া হয়ে গেছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে উঠে-পড়ে লেগেছে। এরা বিএনপির সমকক্ষ নয়, আমাদের গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রমনাস্থ আইইবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা চলছে। সহনশীলতার রাজনীতি থেকে বিএনপির সরে যাওয়া যাবে না।
সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নানভাবে উছিলা তৈরি করা হচ্ছে, নির্বাচনকে বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে।
তিনি আরও বলেন, অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত, নির্বাচনমুখি জনগণই ষড়যন্ত্র মোকাবিলা করবে।








