শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, যারা একাত্তর, পঁচাত্তর, একুশে আগস্টের হত্যাকারী কিংবা ২০১৩-১৪ সালের অগ্নি সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
তিনি বলেন, যারা উন্নয়নের বিরোধী, নারীর অধিকারের বিরোধী, আমাদের শিশু অধিকারের বিরোধী, প্রতিবন্ধীদের ব্যাপারে যাদের সহমর্মিতা নেই, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘুদের উপর বারবার নির্যাতন চাপিয়ে দেয়, সেসব অপশক্তিকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না।
রোববার (২৬ মার্চ) চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যে স্বপ্ন নিয়ে অসম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়বার প্রত্যয় নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ তৈরি হয়েছিল সেই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাস্তবায়ন করব। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু বলেছিলেন তার স্বপ্নের সোনার বাংলাদেশ। আর বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন ২০৪১ সালের মধ্যে এ বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।