শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন: শিক্ষার জন্য পূর্ণকালীন টেলিভিশন করার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসকরা।
এ সময় শিক্ষাক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন: হাওড় এলাকাসহ অঞ্চল ভেদে পরিচালনার সময় সূচি নির্ধারণ করা যায় কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। নতুন শিক্ষাক্রম পর্যালোচনার জন্য দুটো কমিটি গঠন করা হয়েছে। ভুল থাকলে সংশোধন করা হবে। আর কেউ পরিকল্পিতভাবে কাউকে হেয় করলে তাকে শাস্তি দেয়া হবে।