চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য রাজধানীতে শুরু হচ্ছে শিক্ষামেলা

এডুমিগ লিমিটেড এর আয়োজনে রাজধানীর শুরু হচ্ছে শিক্ষামেলা। ২৮ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বনানীর হোটেল সারিনায় দিনব্যাপী মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো-২০২৩ অনুষ্ঠিত হবে।

উক্ত আয়োজনে উচ্চশিক্ষায় বিদেশে যেতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, হংকং, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউকে, মালেশিয়া, সাউথ কোরিয়াসহ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভর্তি সম্পর্কে জানতে পারবেন। ইভেন্টে উপস্থিত থাকবে বিভিন্ন বিশবিদ্যালয়ের প্রতিনিধিরা। শিক্ষামেলায় একজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে বিশবিদ্যালয়ে অবেদন থেকে শুরু করে ভিসা প্রাপ্তি পর্যন্ত সকল তথ্য পাওয়া যাবে।

Bkash July

অয়োজক প্রতিষ্ঠান এডুমিগ লিমিটেডের কর্ণধার আব্বাস কারিমি জানান, মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৩ এ অংশগ্রহণ করবে উল্লেখ্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। মাল্টি ডেস্টিনেশন এক্সপো ২০২৩ এ রয়েছে স্কলারশিপসহ বিদেশে পাড়ি দিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ। সঙ্গে থাকছে আরও ১০ হাজার ডলার পর্যন্ত স্কলারশিপের সুযোগ।

তাছাড়া উচ্চশিক্ষার জন্য আইএল্টিএস এর ব্যাপারে সহযোগিতা করার জন্য ব্রিটিশ কাউন্সিল থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পাশাপাশি স্টুডেন্ট ব্যাংকিং এর ব্যাপারে সকল তথ্য পাবেন উক্ত এক্সপোতে।

ISCREEN
BSH
Bellow Post-Green View