চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যাটজিপিটি’র প্রশিক্ষণ দিয়ে ৩৫ হাজার ডলার আয়

‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) এর সুবাদে চ্যাটজিপিটির জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। ব্যবহার করার ইচ্ছা থাকলেও অনেকে নতুন এই প্রযুক্তিকে ঠিক মতো ব্যবহার করতে পারছেন না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিন মাস ধরে প্রশিক্ষণ দিয়ে ৩৫ হাজার ডলার আয় করেছে এক যুবক। যা বাংলাদেশি টাকায় ৩৫ লক্ষ টাকারও বেশি। 

বার্তাসংস্থা আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে প্রকাশ, ল্যান্স জাঙ্ক নামের ২৩ বছরের এক যুবক ‘চ্যাটজিপিটি’কেই নিজের রোজগারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। অনেকেই চ্যাটজিপিটি ঠিক মতো ব্যবহার করতে পারছেন না। আর সেটাকেই মূলধন হিসেবে ব্যবহার করছেন ল্যান্স। অনলাইনে সেই সব লোকদের চ্যাটজিপিটি ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

ইতিমধ্যেই গোটা বিশ্বে তার এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ১৫ হাজার ছাত্রছাত্রী অংশ নিয়েছেন। তিন মাস ধরে প্রশিক্ষণ দিয়ে ল্যান্স ৩৫ হাজার ডলার আয় করেছেন। যারা ল্যান্সের প্রশিক্ষণে অংশ নিয়েছেন তাদের মধ্যে বেশির ভাগই আমেরিকার নাগরিক। এ ছাড়াও ভারত, জাপান, কানাডা, ভেনেজুয়েলা, রাশিয়া থেকে অনেকেই এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

চ্যাটজিপিটি আসার পর শিক্ষার্থী থেকে শুরু করে বড় বড় সংস্থাগুলোর কাজ অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। আর তাই এই এআই প্রযুক্তি ব্যবহারের প্রবণতা দিন দিন বাড়ছে বিশ্ব জুড়ে।