চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোয়াবের নেতৃত্বে দুর্জয়-দেবব্রত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কাউন্সিল শনিবার অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায়। পুরোনো নেতৃত্বে আস্থা রাখায় হয়নি নির্বাচন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভির আহমেদ টিটু সভাপতি পদে নাইমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদকের পদে দেবব্রত পালের নাম প্রস্তাব করলে অধিকাংশ সদস্য হাতে তুলে সমর্থন জানান। নতুন মোড়কে মনোনীত পুরোনোরাই থাকছেন দেশের ক্রিকেটারদের স্বার্থ রক্ষার দায়িত্বে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে সকালে বসে মিলনমেলা। বর্তমান ও সাবেক মিলিয়ে পাঁচ শতাধিক ক্রিকেটারকে দেখা যায় অনুষ্ঠানস্থলে। ছিলেন নারী ক্রিকেটাররাও। প্রথমবারের মতো নিগার সুলতানা-জাহানারাদের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

ক্রিকেটারদের সংগঠন কোয়াব এর নতুন মেয়াদেও (চার বছর) সভাপতির চেয়ারে থাকছেন দুর্জয়, সাধারন সম্পাদক হিসেবে দেবব্রত। ক্রিকেটারদের মিলনমেলায় দেখা যায়নি পঞ্চপান্ডপ সাকিব-তামিম-মাশরাফী-মুশফিক-মাহমুদউল্লাহদের কাউকে।