চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে কারণে মোখার প্রবল ক্ষতি থেকে বেঁচে গেল বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলে আঘাত হেনেছে। এর কেন্দ্র টেকনাফ, সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের সিটুয়ে জেলার উপর দিয়ে অতিক্রম করছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূলে পৌঁছানোর সময়ই সমুদ্রে ভাটা শুরু হওয়ায় ঘূর্ণিঝড়টি প্রথমে সমুদ্রের মধ্যেই দুর্বল হয়ে পড়ে। পরে স্থলভাগে আঘাত করার সময়ও এটি প্রতিকূল পরিবেশের মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা নাগাদ স্থলভাগ পুরোপুরি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।