চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় দুটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বেশকিছু ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।

মস্কোর মেয়রের বরাতে রাশিয়ার রিয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন এক বিবৃতিতে বলেছেন, আজ (৩০ মে)  ভোরবেলায় একটি ড্রোন হামলা হয়েছে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ভবনের সামান্য ক্ষতি করেছে। শহরের সকল জরুরি বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ভবনগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছেন মেয়র।

রাশিয়ান জরুরি বিভাগের কর্মকর্তারা রিয়া নোভোস্তিকে জানিয়েছেন, মঙ্গলবার সূর্যোদয়ের সময় একটি ড্রোন একটি আবাসিক ভবনে হামলা চালায়। অপর একটি ড্রোন নগরীর দক্ষিণপশ্চিমে একটি ২৪-তলা ভবনে হামলা করে।

মস্কোর অবস্থান ইউক্রেন থেকে এক হাজারের বেশি কিলোমিটার দূরে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোয় ড্রোন হামলার ঘটনা বিরল। তবে রাশিয়ার অন্যান্য অংশে প্রায় নিয়মিতই ড্রোন হামলা হয়ে থাকে।