চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঢাকার মঞ্চে টানা দুই দিন ‘রিমান্ড’

KSRM

রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনী। লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে, আর পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনেত্রী জ্যোতি সিনহা। আরও অভিনয় করেছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা।

প্রায় চার মাস পর আবারও ঢাকার মঞ্চে ফিরছে ‘রিমান্ড’। নাটকটির নির্দেশনার পাশাপাশি রচনাও করেছেন শুভাশিস সিনহা। প্রযোজনা করছেন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’।

Bkash July
‘রিমান্ড’ নাটকের একটি দৃশ্য

প্রযোজনা ব্যবস্থাপক পাভেল রহমান জানান, আগামী রবিবার ও সোমবার টানা দুই দিন সন্ধ্যা ৭টায় রাজাধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটির প্রদর্শনী হবে।

Reneta June

মঞ্চায়ন নিয়ে শুভাশিস সিনহা বলেন, নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ডকক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্যদিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।

‘রিমান্ড’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির। আলো পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা, দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View