চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

আজ সকাল ১০ টা থেকে টানা ৩ ঘণ্টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। তাকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে হাজার হাজার মানুষ।

এর পর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২ টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাজার হাজার মানুষ ফুল ও চিরকুট হাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভিড় করছেন। তবে যারা সকালে এই শ্রদ্ধা নিবেদন সমাবেশে উপস্থিত থাকতে পারছেন না তাদের অনেকেই দুপুর ২ টায় বাদ জোহর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তার নামাজে জানাজায় অংশ নিবেন বলে জানা গেছে।

শ্রদ্ধা নিবেদন করতে এসে কান্নায় ভেঙ্গে পড়ছে সাধারন মানুষ, অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানাচ্ছে। তিনি গণ মানুষের কল্যাণে ও স্বাস্থ্যসেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সাধারন মানুষ ছাড়াও তাকে শেষবারের মত বিদায় জানাচ্ছে বিভিন্নও সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান, বিভিন্নও স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিশিষ্ট রাজনৈতিক ও অরাজনৈতিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ওষুধ নীতির অন্যতম প্রণেতা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।