ভারত সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়াড শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ভারত সফরের পরিকল্পনা ছিল তার।
শনিবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমসের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিউইয়র্ক টাইমসের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফরের আর কোনও পরিকল্পনা নেই।
‘নোবেল পুরস্কার এবং একটি পরীক্ষামূলক ফোন কল: ট্রাম্প-মোদীর সম্পর্ক কীভাবে উন্মোচিত হয়েছে’ শীর্ষক প্রতিবেদনে, নিউইয়র্ক টাইমস ট্রাম্পের সময়সূচির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে যে ‘নরেন্দ্র মোদিকে বলার পর যে তিনি এই বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনের জন্য ভারত ভ্রমণ করবেন, ডোনাল্ড ট্রাম্পের আর বছরের শেষে ভারত সফরের পরিকল্পনা নেই।’
নিউইয়র্ক টাইমসের দাবির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ‘শুল্ক আলোচনায় হতাশ হয়ে ট্রাম্প বেশ কয়েকবার মোদির সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু ভারতীয় নেতা সেই অনুরোধগুলিতে সাড়া দেননি।’







