ডলার নির্ভরতা কমাতে দরকার রাজনৈতিক সিদ্ধান্ত: শেখ ফজলে ফাহিম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ঝুঁকিতে পড়া খাদ্য এবং জ্বালানি নিরাপত্তায় ২৩ দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপনে ঢাকায় রোববার শুরু হচ্ছে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন। ডলারের আধিপত্য কমাতে কারেন্সি সোয়াপ, পণ্য বিনিময় কিংবা ডিজিটাল মুদ্রা ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে ইন্ডিয়ান ওসান রিম বিজনেস ফোরামের লিডারশিপ সামিটে। ব্যবসায়ীদের আন্তর্জাতিক ফোরামটির সভাপতি শেখ ফজলে ফাহিম বলেছেন, আমদানিতে ডলারের ওপর নির্ভরতা কমানোর এটাই সুযোগ, দরকার শুধু রাজনৈতিক সিদ্ধান্তের।