সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে দিনব্যাপী বিভাগীয় নৃত্য উৎসব।
আজ (৫ মে) সোমবার বিকেল চারটায় জেলা কালচারাল অফিসার আহমেদ পাভেল চৌধুরী বিভাগীয় নৃত্য উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
উৎসবে অংশ নিচ্ছে- মৌলভীবাজারের অগ্নিকণা, সিলেটের ললিত-মঞ্জরী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল নৃত্যালয়, সুনামগঞ্জের লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, সুনামগঞ্জের একতা নাট্য সংস্থা, বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, অয়নৃত্য, নৃত্যভূমি, দিরাইয়ের নৃত্যাঙ্গণ ও অনির্বাণ নৃত্য নিকেতন, জগন্নাথপুরের কাঞ্চনশিখা একাডেমি
এছাড়াও অংশ নিচ্ছে- বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ, সিলেটের নৃত্যরথ, হবিগঞ্জের নৃত্যভূমি, মৌলভীবাজারের নূপুর নিক্কন, সুনামগঞ্জের নৃত্যাঙ্গণ, দিরাইয়ের অঞ্জলী নৃত্য নিকেতন, ছাতকের নৃত্যকলি, দিরাইয়ের নটরাজ নৃত্যালোক, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি।







