চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকার বহাল ও দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে বিএনপির বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়েছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এছাড়াও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন নেতাকর্মীরা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সারাদেশে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ১০ দফা ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য কমানোর দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

রাজধানীর পাশাপাশি দেশের সব বিভাগীয় শহরে হয়েছে বিএনপির কর্মসূচি। সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

খুলনায় বিভাগ: দানিয়েল সুজিত বোস

শনিবার দুপুর থেকে নগরীর কেসিসি মার্কেটের সামনে কেডি ঘোষ রোডে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রাত থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এছাড়াও কেন্দ্রীয় ও বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশাল বিভাগ: সাইদুর রহমান পান্থ

বিএনপি’র বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। তবে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। তারা ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে চায়। মানুষের গণতান্ত্রীক অধিকার খর্ব করেছে। আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে উদ্ধার করবোই করবো।

নগরীর জিলা স্কুল মাঠে এ দিন বিকেলে বিএনপি বরিশাল বিভাগের উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশ চলাকালে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দু’টি চেয়ার শুন্য রাখা হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ: আবু সালে মো ফাত্তাহ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের সুবুদ্ধির উদয় হোক। বিএনপি ঠিক করে দিবে না, পালানোর জন্য পথ আওয়ামী লীগকেই ঠিক করে নিতে হবে।

আজ বিকেলে রাজশাহী নগরীর সোনাদীঘি মোড়ে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিবসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।

তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এই সরকারের অধীনে নির্বাচন হবে না।

ময়মনসিংহ বিভাগ: শেখ মহিউদ্দিন আহাম্মদ

শনিবার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট মাঠে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী বলেছেন, টাকা ছাপিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বর্তমান অবৈধ সরকার। গত দু’মাসে তারা ৫০ হাজার কোটি নতুন টাকা ছাপিয়েছে। এটা অব্যাহত চলতে পারে না। দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। গত কয়েক বছরে ১০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে রাস্তায় আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

এতে সভাপতিত্ত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আ্হ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

চট্টগ্রাম বিভাগ:

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ জনবিছিন্ন হয়ে গেছে, তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে ভয় পায়। চট্টগ্রাম হচ্ছে আন্দোলন সংগ্রামের সুতিকাঘার, অতীতের ধারাবাহিকতায় এবারও চট্টগ্রাম থেকে আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সমাবেশে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএিনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ অন্যরা।

কুমিল্লায় বিভাগীয় সমাবেশ: আবুল কাশেম হৃদয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করবে বিএনপি। আগে যে পদযাত্রা কর্মসূচি ঘোষিত হয়েছিল, সেগুলো সফল হয়েছে। ১১ ফেব্রুয়ারির কর্মসূচিও সফল হবে। আর সেই পদযাত্রা থেকেই সরকার পতনের আওয়াজ তোলা হবে।

আজ কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন।