এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। প্রথম দিন সকালেই মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও সমান্তরালভাবে হল সংসদের মনোনয়নপত্র বিতরণ চলছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।







