চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চলে গেলেন ‘মার্দানি’ খ্যাত বাঙালি পরিচালক

প্রয়াত ‘মার্দানি’ খ্যাত বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন পরিচালক, চলছিল ডায়ালাইসিস। হঠাৎ করেই তার শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। দ্রুত পরিস্থিতি খারাপ হতে থাকে, তবে এদিন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি তার।

শুক্রবার সকালে টুইটারে এই মর্মান্তিক খবর শেয়ার করেন পরিচালক হংসল মেহতা। তিনি লেখেন, ‘প্রদীপ সরকার দাদা…. শান্তিতে ঘুমিও’। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন অজয় দেবগণ, মনোজ বাজপেয়ী সহ আরও অনেকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রদীপ সরকারের পরিবারের তরফে জানানো হয়েছে,  শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪টা নাগাদ পরিচালকের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে সান্তাক্রুজ মহাশ্মশানে।
প্রদীপ সরকারের কর্মজীবন শুরু বিজ্ঞাপনের জগতে। বহু অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন তিনি। এরপর রুপালি পর্দায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ ‘পরিণীতা’ ছবির সঙ্গে।সাইফ-বিদ্যা অভিনীত এই হিট ছবি পরিচালনা করেছিলেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিতে জাতীয় স্তরের দর্শকদের সামনে নিঁখুতভাবে উপস্থাপনা করেছিলেন এই বাঙালি পরিচালক।

এরপর ‘লাগা চুনরি মেঁ দাগ’ (২০০৭), ‘লাফাঙ্গে পারিন্দে’ (২০১০), মার্দানি (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-র মতো ছবি পরিচালনা করেছেন প্রদীপ সরকার। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও নতুন ছাঁচে ঢেলেছিলেন তিনি। ওটিটি প্লাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছেন। ‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজের পরিচালক হিসাবে দেখা গিয়েছে তাকে।

এছাড়াও কঙ্গনা রানাওয়াতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে তৈরির কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। গত বছর ঘটা করে সেই ঘোষণাও সেরেছিলেন পরিচালক। ছবির প্রি-প্রোডাকশনের কাজও চলছিল, সেই কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেলেন প্রখ্যাত এই পরিচালক।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View