এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষরকারী প্রবাসী ও কূটনৈতিক প্রতিনিধিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হকের উদ্যোগে গত সোমবার (৫ জানুয়ারি) লিসবনের বাংলাদেশ দূতাবাসে শোকবইটি খোলা হয়। প্রথম দিন শোকবইটি পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সাক্ষর করেন দ্বিতীয় এবং তৃতীয় দিনে পর্তুগালে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।
শোকবইয়ে স্বাক্ষরকালে রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক, কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং থার্ড সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনায় অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করেন।
এ সময় পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট প্রটোকলসহ পুর্ব তিমুর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান, ভারত, কুয়েত, নেপাল, কোরিয়া, ইরান, অ্যাঙ্গোলা, নাইজার, পানামা, পোল্যান্ড, কসোভো, লিবিয়া, ইরাক, ফিলিস্তিন, নরওয়ে, চীন, স্পেন, সৌদি আরব, মাল্টা, তুরস্ক, জাপান, অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও কুটনৈতিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক ইসলামিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়ে শোকবহিতে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও পর্তুগাল বিএনপির নেতাকর্মীরাও শোকবইয়ে স্বাক্ষর ও মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানানো হয়, এ আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটিয়েছে।








