এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভের অবস্থা আরও খারাপ হতে চলেছে। হ্যামস্ট্রিং চোটে ছয় সপ্তাহ দলের বাইরে থাকতে হবে পর্তুগীজ তারকা ডিফেন্ডার রুবেন ডিয়াজকে। ইতিমধ্যে বড় ধরণের চোটের শঙ্কা নিয়ে অস্ত্রোপচারের অপেক্ষায় জোসকো ভার্ডিওলের।
ক্রোয়েশিয়ান তারকা ভার্ডিওলের মত চেলসির সাথে ১-১ গোলের ড্রয়ের দিন মাঠ ছাড়তে হয়েছিল দিয়াজকে। বুধবার ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের ম্যাচের আগে দলটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এক মাসের বেশি বাইরে থাকতে হবে ডিয়াজকে। জন স্টোনসও আগস্টের পর সিটির হয়ে আর মাঠে নামতে পারেননি।
ডিয়াজর চোট নিয়ে গার্দিওলা বলেন, ‘আমাদের মধ্যে যে স্পিরিট ছিল সেটা দিয়ে সবসময় আমরা উৎরে যেতে পারি। মাঝে মাঝে এটা হয়ে থাকে এবং আমরা আশা করছি ভার্ডিওল ও ডিয়াজ দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক এবং সাথে জন স্টোনসও। ওই সময়টা আমরা কাটিয়ে দিতে পারব।’
‘আমি বিষয়টি নিয়ে বেশ আশাবাদী এবং আত্মবিশ্বাসীয় যে আমরা সেটা করতে পারব।’
জানুয়ারিতে নতুন খেলোয়াড় চুক্তি করা নিয়ে গার্দিওলা আরও বলেন, ‘জানুয়ারিতে হয়তো আমরা কিছু পেতে পারি, তবে সেটা একদমই ভিন্ন কথা। গত মৌসুমের মত চার-পাঁচজন খেলোয়াড় কিনতে যাচ্ছি না।’








