এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শুক্রবার (২৬ জুলাই) মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা ধানুশ অভিনীত ৫০ তম তামিল সিনেমা ‘রায়ান’। একই সাথে যেটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমাও বটে। আর মুক্তির পর থেকে বক্স অফিস মাত করছে অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমা। সেই সিনেমাকেই এবার নিজের ৪১তম জন্মদিনের (রবিবার ২৮ জুলাই) ব্লকবাস্টার উপহার মনে করছেন দক্ষিণী এই সুপারস্টার।
জন্মদিন উপলক্ষ্যে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন ধানুশ। সঙ্গে নতুন ছবিতে তার ভিন্নধর্মী লুকও প্রশংসা পাচ্ছে। আর তাইতো সোশ্যাল হ্যান্ডেলে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি নোট শেয়ার করেছেন ধানুশ।
নোটে অভিনেতা লিখেছেন, “দর্শক, চলচ্চিত্র বন্ধু, বন্ধু, প্রেস এবং মিডিয়া এবং আমার সমর্থনের স্তম্ভকে আমার আন্তরিক ধন্যবাদ — আমার আপনার সমস্ত আশীর্বাদ আমাকে বর্ষণ করার জন্য ভক্তরা। এটি (‘রায়ান’) সর্বকালের সেরা ব্লকবাস্টার জন্মদিনের উপহার। ওম নমাশিবায়ম”
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ২৩.৪ কোটি রুপি। যার ভেতর দক্ষিণী বক্স অফিস থেকে ছবিটি ১২.৫ কোটি রুপি আয় করেছে। যার ভেতর তামিল সংস্করণ থেকে ছবিটি আয় করেছে ১১ কোটি রুপি ও তেলুগু সংস্করণ থেকে আয় করেছে ১.৫ কোটি রুপি।
এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাড়িয়েছে যথাক্রমে ২৫ ও ২৪ কোটি রুপি। ফলে তিন দিন মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় দাড়িয়েছে মোট ৭২ কোটি রুপি। যার ভেতর তামিল সংস্করণ থেকে ছবিটির আয় দাড়িয়েছে ৩৫ কোটি রুপি।
সেই সঙ্গে এই সিনেমাতে ধানুশকে ভিন্ন চেহারায় দেখা গেছে। যেভাবে আগে কখনো তাকে দেখা যায়নি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভক্তরা এই সিনেমাটিতে দুর্দান্ত কিছু গান উপহার পেয়েছেন। কারণ কিংবদন্তী মায়েস্ত্রো এ আর রহমান গানগুলো রচনা করেছেন।
সান পিকচার্সের ব্যানারে কলানিথি মারান প্রযোজিত এই সিনেমাতে এস জে সূর্য, প্রকাশ রাজ, সেলভারাঘবন, ভারালক্ষ্মী শরৎকুমারসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।- ইন্ডিয়ান এক্সপ্রেস








