এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে সভাপতি ও ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিককে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি- (সিসাস) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
শনিবার (২২ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনটির তৃতীয়-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়।
তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান এই কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হলেন, সহ-সভাপতি হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), সহ-সভাপতি কিরণ শেখ (মানবজমিন), যুগ্ম সম্পাদক আতিক হাসান (ব্রেকিং নিউজ), অর্থ সম্পাদক শেখ সাদী (মানবকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (চ্যানেল টুয়েন্টিফোর), দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল (আরটিভি)।
এছাড়া নির্বাহী পদের সদস্য হলেন- আবু আলী, আব্দুল্লাহেল সাফি, ফরহাদ আলী, মাছুম বিল্লাহ, এম এ মান্নান, শারমিন নাহার, হাসিবুল হাসান ও বুদ্ধুদেব কুন্ডু।
উপদেষ্টা পরিষদ সদস্য হলেন সিনিয়র সাংবাদিক সেলিম খান, শাহ নেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি) শামসুল আলম সেতু (জনকণ্ঠ), রাশেদুল ইসলাম (নয়া দিগন্ত), চকোর মালিথা (চ্যানেল আই), মোস্তফা জাহাঙ্গীর আলম আয়নুল হক।
বার্ষিক সাধারণ সভার পরে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
ঐতিহ্যবাহী ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৫ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড়শত।








