চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফেডারেশন থেকে ‘ঢাকা থিয়েটার’ এর সদস্যপদ প্রত্যাহার

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিলো দেশের অন্যতম নাট্যদল ‘ঢাকা থিয়েটার’। ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে দেওয়া ওই চিঠির একটি কপি সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠান ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।

চিঠিতে উল্লেখ রয়েছে, ঢাকা থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য কামাল বায়েজীদকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেলের পদ থেকে অগঠনতান্ত্রিকভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ফেডারেশনের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে ঢাকা থিয়েটার।

চিঠিতে কারণ ব্যাখ্যায় বলা হয়, ২০২২ সালের ১৪ এপ্রিল ২০২২ ঢাকা থিয়েটারের পক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে চিঠি দিয়ে জানানো হয়, কামাল বায়েজীদকে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব থেকে অব্যহতি দান গঠনতন্ত্র মোতাবেক হয়নি। ঢাকা থিয়েটার ওই সিদ্ধান্ত পুনর্বিবচনা করার অনুরোধ জানায় ও ফেডারেশনে সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানায় পরে। একইসঙ্গে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কামালের বিরুদ্ধে আনিত তহবিল তসরুফের মত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানায়।

কিন্তু গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা থিয়েটারের চিঠির কোনো সদুত্তর দেয়নি বলে অভিযোগ করে ঢাকা থিয়েটার।

নাসির উদ্দীন ইউসুফ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পদত্যাগ বেদনার ও কষ্টের। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের আদর্শ। যে ফেডারেশনের সাথে দীর্ঘ চার দশকের কর্মকাণ্ডের ঢাকা থিয়েটার ওতপ্রোতভাবে জড়িত, সে ফেডারেশন ত্যাগ করা সত্যিই কঠিন সিদ্ধান্ত বটে।’

ফেডারেশন থেকে ‘ঢাকা থিয়েটার’ এর সদস্যপদ প্রত্যাহার করার কারণ উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ‘ঢাকা থিয়েটারে দীর্ঘ ৪৬ বছর নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে কামাল বায়েজীদকে কোনও প্রকার অর্থনৈতিক দুর্নীতি করতে আমরা দেখিনি। তাই আমাদের দৃঢ় বিশ্বাস কামাল বায়েজীদ তহবিল তসরুফের মতো ঘৃণ্য কাজের সাথে জড়িত থাকতে পারে না। প্রস্তাবিত নিরপেক্ষ তদন্ত কমিটি কর্তৃক যদি কামাল বায়েজীদ দোষী সাব্যস্ত হয় তবে ঢাকা থিয়েটার ফেডারেশনের যে কোনও সিদ্ধান্ত মেনে নেবার প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু অদ্যাবধি আমাদের পত্রের কোনও সন্তোষজনক উত্তর পাইনি। সে জন্যই ফেডারেশন থেকে আমরা সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

Labaid
BSH
Bellow Post-Green View