চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শোয়েব মালিকের ‘৫০০’

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগ মাতাচ্ছেন শোয়েব মালিক। ১৭ বছরের টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৫০০ ম্যাচ খেলার এলিট ক্লাবে নাম লেখালেন পাকিস্তানি ক্রিকেটার। এশিয়ানদের মধ্যে প্রথম।

বিপিএলে শুক্রবার সন্ধ্যায় শোয়েব রংপুর রাইডার্সের জার্সিতে নিজের ৫০০তম ম্যাচে নামেন ঢাকা ডমিনেটরসের বিপক্ষে। সতীর্থরা তার হাত ছুঁয়ে জানান অভিনন্দন।

Bkash July

টি-টুয়েন্টিতে ৫০০ ম্যাচ খেলা তৃতীয় ক্রিকেটার শোয়েব। তার চেয়ে বেশি বিশ ওভারের স্বীকৃত ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার কাইরেন পোলার্ড (৬১৪) ও ডোয়াইন ব্রাভো (৫৫৬)।

বিপিএলে আর দুটি ম্যাচ খেলবেন শোয়েব মালিক। প্লে-অফে ‍টি-টুয়েন্টির ফেরিওয়ালকে পাবে না রংপুর। ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলে ফিরে যাবেন নিজ দেশে। যোগ দেবেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলে।

Labaid
BSH
Bellow Post-Green View