পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকা ঢাকা ডমিনেটর্সের সামনে সুবিধা করতে পারল না দুইয়ে থাকা সাকিবদের ফরচুন বরিশাল। সৌম্য-নাসিরদের দল ৫ উইকেটের সহজ জয় তুলেছে।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বরিশাল। জবাব দিতে নেমে ৭ বল আর ৫ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর করে ঢাকা।
দেড়শ পেরোনো লক্ষ্য তাড়ায় নেমে ৪৬ বলে ৭৪ রানের উড়ন্ত উদ্বোধনী জুটি পায় ঢাকা। ৪ চার ও ২ ছয়ে ২২ বলে ৩৭ করে সৌম্য ফিরলে ভাঙে জুটি। আরেক ওপেনার মোহাম্মদ মিথুন ফেরেন ফিফটি তুলে। ৬ চার ৩ ছয়ে ৩৬ বলে ৫৪ রানের ইনিংস তার।
আব্দুল্লাহ আল মামুন ২৬, অ্যালেক্স ব্লেক ১৫ ও অধিনায়ক নাসির হোসেনের অপরাজিত ২০ রানে জয়ের বন্দরে পৌঁছায় ডমিনেটর্সরা।

সাকিব দুর্দান্ত বল করেছেন, ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। সানজামুল ইসলাম ২টি ও করিম জানাত নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে এনামুল হক বিজয়ের ৩৫ বলে ৪২ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৪ চার ও ২ ছয়ে সাজানো ২৭ বলে ৩৯ রানের ইনিংসে দেড়শ পার করে বরিশাল।
ঢাকার আমির হামজা নিয়েছেন ২ উইকেট। শরিফুল, সৌম্য, সালমান, মুক্তার ও নাসির নিয়েছেন একটি করে উইকেট।