ইউরোতে দর্শকদের অপরিণামদর্শী কাজের জন্য জরিমানার মুখে পড়েছে ডেনমার্ক ফুটবল ফেডারেশন। ম্যাচ চলাকালে ইউরো বিরোধী ব্যানার ওড়ানোয় ফেডারেশনটিকে ১০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে উয়েফা। জরিমানা দেয়ার জন্য ঘটনার নেপথ্যের সেই দর্শকদের খুঁজছে ডেনিশ এফএ।
ঘটনাটি গত ২০ জুন ডেনমার্কের বিপক্ষে ইংল্যান্ডের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের সময়কার। উয়েফার বিপক্ষে অপমানজনক ব্যানার ব্যবহার করেছিল কিছু ডেনিশ সমর্থক। আসরের তৃতীয় দল হিসেবে বিতর্কিত ব্যানার ব্যবহারের কারণে সার্বিয়া ও আলবেনিয়ার পর জরিমানার মুখে পড়ল দেশটি।
ডেনিশ ফুটবলের ডিরেক্টর এরিক ব্রগার রাসমুসেন বলেছেন, ‘আমরা জরিমানা পরিশোধ করছি। কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল যারা ব্যানার এনেছিল তাদের চিহ্নিত করব। তারপর তাদের থেকে অর্থ আদায় করব।’
‘যদি তাদের খুঁজে পাই, তারা অর্থ পরিশোধ করবে। আশা করছি যারা স্টেডিয়ামে এ ধরনের ব্যানার ব্যবহার করেছিল, আগামীতে দ্বিতীয়বার তারা চিন্তা করবে। সর্বোপরি এটির পরিমাণ ৭৫,০০০ ক্রোনার।’
গ্রুপ ‘সি’তে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। দুই পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক ও তিনে স্লোভেনিয়া। এক পয়েন্ট নিয়ে সবার নিচে সার্বিয়া।








