চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সায় জলঘোলা করে চেলসিতে যাচ্ছেন ডেম্বেলে!

বার্সেলোনার সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা এখনও থামাননি উসমানে ডেম্বেলে। ন্যু ক্যাম্পে থেকে যেতে চাচ্ছেন, ফ্রেঞ্চম্যানকে রাখতে চাচ্ছেন কোচ জাভি হার্নান্দেজও। অন্যদিকে চেলসি তাকে পেতে মরিয়া। তাই থমাস টুখেলের দলের সঙ্গেও কথা চালিয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

ইংলিশ সংবাদমাধ্যমে খবর, আক্রমণভাগের তারকার সঙ্গে চার বছরের চুক্তি করতে চাচ্ছে ব্লুজ ক্লাবটি। বিশেষ করে চেলসি বস টুখেল চাচ্ছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক শিষ্য ডেম্বেলেকে আবারও নিজের কাছে আনতে।

২০১৭ সালে ডর্টমুন্ড থেকে কাতালান ডেরায় আসেন ডেম্বেলে। লা লিগা জায়ান্টদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি শেষ হয়েছে এই জুনেই। দরকষাকষি জটিলতায় ন্যু ক্যাম্পে এখনও চুক্তি বর্ধিত করেননি তিনি। ক্লাবের আর্থিক বাজে অবস্থার কথা জানা সত্ত্বেও কোচ জাভি চাচ্ছেন ফরাসি তারকা ন্যু ক্যাম্পেই থাকুক। সেটা ডেম্বেলের চাওয়া-পাওয়া মেনে নয়, ক্লাবের দাবি মেনে।

বিপরীতে ডেম্বেলের চাওয়া বেতন বাড়ানো এবং একটি স্থায়ী চুক্তি। কাতালান ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে জলঘোলা কম হয়নি। ফরাসি আক্রমণভাগের খেলোয়াড়কে টানতে মুখিয়ে আছে প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান হয়ে বুন্দেসলিগারও কয়েকটি ক্লাব।

পিএসজি, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের সঙ্গে ২৫ বর্ষী তারকাকে পেতে এগিয়ে আছে চেলসি। বার্সার সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি বাড়িয়ে না নিতে পারলে স্পেন ছেড়ে ইংল্যান্ডেই পাড়ি জমাতে পারেন ডেম্বেলে।