চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘বাহুবলী’র মতোই দুই পর্বে আসবে প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’

২০২৪ সালে মুক্তির অপেক্ষায় রয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছবি ‘প্রজেক্ট কে’। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে।

সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। ছবিতে রয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানিও।

Bkash July

সিনেমার সিংহভাগ শুটিং সেরে ফেলেছেন পরিচালক। মেগাবাজেট এই ছবিকে ‘লার্জার দ্যান লাইফ’ বানাতে চান নাগ অশ্বিন।

ভারতীয় গণমাধ্যম ‘পিঙ্কভিলা’র সূত্রে জানা গেছে, এক ছবিতে শেষ হবে না ‘প্রজেক্ট কে’র কাহিনী। ছবিকে দুটি পর্বে ভাগ করতে চান পরিচালক নাগ অশ্বিন। প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা। দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান।

Reneta June

‘প্রজেক্ট কে’-এর প্রথম পর্ব মুক্তি পাবে আগামী বছরের এপ্রিলে। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Labaid
BSH
Bellow Post-Green View